Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আবারও বাংলাদেশের হকিতে পিটার অধ্যায়

জার্মান কোচ পিটার গেরহার্ড আবারও বাংলাদেশ হকি দলের দায়িত্ব নেবেন।
জার্মান কোচ পিটার গেরহার্ড আবারও বাংলাদেশ হকি দলের দায়িত্ব নেবেন।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

জার্মান কোচ গেরহার্ড পিটার আগেও বাংলাদেশের হকিতে কাজ করেছেন। ১৫ বছর আগে প্রথম বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছিলেন।

এরপর মোহামেডান ও মেরিনার ইয়াংসের কোচের দায়িত্ব পালন করেন। সেই পিটারের ওপর আবার আস্থা রেখেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তুলে দিচ্ছে বাংলাদেশ হকির দায়িত্ব। টেকনিক্যাল ডিরেক্টর তো থাকবেনই। এছাড়াও জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান কোচকে। বুধবার সংবাদ সম্মেলন করে হকি ফেডারেশন কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশে কাজের সূত্রে পিটার এদেশের প্রায় সবকিছু জানেন। তার অভিজ্ঞতাই এখানে নতুন করে কাজ পেতে সহায়তা করেছে। আপাতত হকি ফেডারেশন এক বছরের চুক্তি করতে যাচ্ছে তার সঙ্গে।

পিটারের পরিকল্পনায় আছে যে সব বিষয় সেগুলো অনেকটা এমন- বছরের মধ্যে পাঁচ মাস ইউরোপে জাতীয় দলের ক্যাম্প হবে। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পাশাপাশি সেখানকার বিভিন্ন লিগ যেমন জার্মান লিগ, হল্যান্ড লিগ, পোল্যান্ড লিগে খেলোয়াড়দের বিভিন্ন ক্লাবে খেলানোর ব্যবস্থা করা হবে।

সেখানে পর্যায়ক্রমে প্রায় ৪০ থেকে ৫০ জন খেলোয়াড় নিয়মিত হকি চর্চার মধ্যে থাকবে। যে চর্চাটা থাকা কালে প্রতি সপ্তাহে দল হিসেবে অনুশীলন করবে। আর বিভিন্ন দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলো নিয়েও কাজ হবে।

পিটার বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ খুশি। আট বছর পর বাংলাদেশে এসে নতুন করে দায়িত্ব নেওয়ার পর জার্মান কোচের কথা, ‘এখানে অভিজ্ঞতা ও মানসিকতার চর্চা খুব বেশি হয় না। বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ খেলতে হবে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে। এবং প্রতিপক্ষ হতে হবে শক্তিশালী। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের সঙ্গে খেলতে হবে, কারণ তারা বাংলাদেশের চেয়ে অনেক ওপরে।”

তিনি যোগ করেন,  “ওমানের বিপক্ষে খেলা মানে সমমানের একটি দলের সঙ্গে খেলা। এরকম ম্যাচ খেলে কোনও লাভ নেই। কেবল সময়ের অপচায়। বাছাইপর্ব নয়, আমাদের চূড়ান্তপর্বে খেলার লক্ষ্য নিয়ে এগোতে হবে। এটাই হতে হবে লক্ষ্য।’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত