সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যা আয় করেন তা দিয়েই চলে সংসার, তবে হিমশিম খেতে হয় আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে। ছবি : জীবন আমীরব্যক্তিগত সুরক্ষাব্যবস্থা নেই বললেই চলে। ফলে দূষণের সঙ্গেই বসবাস তাদের। ছবি : জীবন আমীরটানা কাজের মাঝে একটু বিরতি। তাতেও দুশ্চিন্তা চোখে-মুখে। ছবি : জীবন আমীরদীর্ঘদিন কয়লার দূষণের সঙ্গে বসবাস, তাই বাড়ছে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ছবি : জীবন আমীর