Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বগুড়ায় আজিজুল হক কলেজে বিক্ষোভে হাতবোমা হামলা

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালের (বায়ে) ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি : সকাল সন্ধ্যা
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালের (বায়ে) ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে হাতবোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছে চারজন।

আহতরা হলো- সুমন রানা, মামুন, তাফসি ও মিলন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেইটে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। আধা ঘণ্টা পরই কলেজের আমচত্বরে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিস্ফোরণের পর ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন পালকে ‘শিবির’ ডেকে চড়-থাপ্পড়ও মারে। 

বিস্ফোরণের পর কলেজে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সরকারি আজিজুল হক কলেজের দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পরিদর্শক আশিক ইকবাল জানান, কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পাশাপাশি মঙ্গলবার জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে।

এসময় যানজটের সৃষ্টি হয়। তবে ঘণ্টাখানেক পর মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। তখন গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত