Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ভক্তদের চাপে ভারতে কনসার্টের সংখ্যা বাড়ালো কোল্ড প্লে

Cold Play feature
[publishpress_authors_box]

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। আগামী বছরের জানুয়ারিতে আসবে ভারতে। এ নিয়ে ভারতে উন্মাদনা এখন তুঙ্গে।

কনসার্টের টিকিট বিক্রি করছে ওয়েবসাইট বুক মাই শো। বিক্রিও শুরু হয়ে গেছে রোববার থেকে। তবে বিক্রি শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করে গেল বুক মাই শোর ওয়েবসাইট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কোল্ড প্লের ভারতে এই আগমন ঘটতে যাচ্ছে আট বছর পর। কিছুদিন আগে জানা যায়, ২২ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ঠিকঠাক সব এগোচ্ছিল। কিন্তু হঠাৎ বুক মাই শোর ওয়েবসাইটে অসংখ্য শ্রোতা চেক ইন করায় ক্র্যাশ করে যায় সেটি। কিছুক্ষণ পর অবশ্য ঠিক করা হয়।

কেন এত উন্মাদনা?

এক ভক্তের কথায়, প্রথমত এই কনসার্টের জন্য আট বছর অপেক্ষা করতে হয়েছে তাদের। তাই ব্যান্ডটির ‘মিউজিক অব দ্য স্ফেয়ার্স’, ‘উই প্রে’, ‘ইয়ালো’, ‘ফিক্স ইউ’, ‘ভিভা লা ভিদা’র মতো গান শুনতে এত আগ্রহ ভক্তদের।


এই কনসার্ট নিয়ে উন্মদনার আরেকটি কারণ হল টিকিটের দাম। মাত্র ২ হাজার ৫০০ রুপি থেকে শুরু হচ্ছে টিকিট। অনেকের কাছেই টিকিটের এই দাম সাধ্যের মধ্যে। তাদের তাই আর অপেক্ষার দিন গুণতে তর সইছে না।

এদিকে ভারতীয় ভক্তদের জন্য নতুন সুখবর দিয়েছে কোল্ড প্লে। টিকিট নিয়েই উন্মাদনার মধ্যেই মুম্বাইতে তৃতীয় কনসার্টের ঘোষণা দিয়েছে তারা।

এর আগে জানা গিয়েছিল, ২০২৫ সালের ১৮ ও ১৯ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে হবে দুটি কনসার্ট।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি মুম্বাইতে হবে তৃতীয় কনসার্ট। এক্স হ্যান্ডেলে এ ঘোষণা দিয়েছে কোল্ড প্লে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত