Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

২২ জেলায় শৈত্যপ্রবাহ, ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

শীত
শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন একদল মানুষ। ফাইল ছবি/সকাল সন্ধ্যা
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ঢাকা বিভাগের তিন জেলাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের দাপট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সোমবার, ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের দুটি এলাকায় এদিন ঢাকার চেয়েও ৪ ডিগ্রি কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার সকালে দিনাজপুর ও রাজশাহীর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

শৈত্যপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, উল্লেখিত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত