Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

স্টুডিও অ্যালবামে ইতি টানার ঘোষণায় বিমর্ষ কোল্ডপ্লে শ্রোতারা

Coldplay retirement
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

আগামী ৪ অক্টোবর দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ মুক্তি দিচ্ছে কোল্ডপ্লে।

এরপর আর দুটো অ্যালবাম প্রকাশ করেই নতুন কোনো কাজের খবর আর মিলবে না এমন ঘোষণা দিয়েছে এই ব্রিটিশ রক ব্যান্ড।

অ্যাপল মিউজিক ওয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা বলেন ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন।

তিনি বলেন, “আমাদের পরিকল্পনা ১২টি অ্যালবামের।

“এইটুকু সীমা নির্ধারনের অর্থ হলো মান রক্ষা করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। গানের ক্ষেত্রে এটা খুবই কঠিন।”   

এমন কঠিন সিদ্ধান্ত নিতে সংগীত দুনিয়ায় উঁচু আসনে বসা ব্যান্ডগুলো থেকে অনুপ্রাণিত হয়েছে কোল্ডপ্লে ।

এ প্রসঙ্গে বিটলস, বব মার্লে এবং আরও অনেকের নাম বলেন ক্রিস মার্টিন।  

১২টি অ্যালবাম মুক্তির পর ব্যান্ডের নতুন কাজ না হলেও সদস্যরা নিজেদের মতো গান করতে পারবেন; মার্টিনের কথায় এমন আভাসও মেলে।

কোল্ডপ্লে ভক্তরা অবশ্য এমন ঘোষণা জেনে আবেগ ধরে রাখতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এসব নিয়ে লিখছেন, মন্তব্য করছেন।

এক ভক্ত এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেই বসলেন, “এমন ঘোষণা এতো আগেই কেন তাদের দিতে হলো?”

অপর একজন মন্তব্য করেছেন, “এক যুগের সমাপ্তি… তবে ঘোষণায় এতো তাড়াহুড়া কেন?”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত