পানিতে ডুবে গেছে আশেপাশের সব ঘর। শুকনো জায়গায় একটি চৌকি আর একটি টেবিলেই এখন সংসার পেতেছেন এই নারী। ছবি : জীবন আমীরপানির তোড়ে ঘরের এই আসবাবটিরও এখন জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। কুমিল্লার মুরাদনগর থেকে তোলা ছবি : জীবন আমীরচুলার ভেতরেও জমেছে পানি। রান্নাবান্নার উপায় নেই। তাই হাড়ি পাতিল নিয়ে একটু শুকনো জায়গায় যাচ্ছেন নারীরা। ছবি : জীবন আমীরনলকূপ আছে কিন্তু নিরাপদ পানি নেই। কুমিল্লার মুরাদনগর থেকে তোলা ছবি : জীবন আমীরচারদিকে পানি আর পানি, কিন্তু খাবার পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে ত্রাণের। ছবি : জীবন আমীরযতটা পারেন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই ব্যক্তি। কুমিল্লার মুরাদনগর থেকে তোলা ছবি : জীবন আমীরনিজেরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। গৃহপালিত পশুটিকে ফেলে যাওয়া কীভাবে সম্ভব? তাই রওনা হয়েছেন তাকে কাঁধে নিয়েই। ছবি : জীবন আমীরকুমিল্লার মুরাদনগরের আলীচর ও সোনাপুর বেড়িবাঁধের দুই পাশে পানিবন্দি প্রায় দুই শতাধিক ঘর। সেখান থেকে কোনোভাবে বাঁচানো গেছে এই আসবাবটিকে। ছবি : জীবন আমীর