Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

তরুণদের সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়

ss-global-impact-network-bangladesh-15122024
[publishpress_authors_box]


দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুব নেতৃত্ব উদযাপন করেছে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি)।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে রবিবার ঢাকার একটি হোটেলে ইউএনজিসিএনবি আয়োজন করেছিল অনুপ্রেরণামূলক অনুষ্ঠান।

দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘যুবসমাজকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে একতা’; এই প্রতিবাদ্যকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে এবং স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলতে তরুণ নেতৃত্ব, একাডেমিয়া, করপোরেট প্রতিনিধি এবং সিভিল সোসাইটিকে এক ছাদের নিচে এসেছিল গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইউএনজিসিএনবির নির্বাহী পরিচালক শাহমিন এস. জামান।

আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তরুণ নেতাদের ক্ষমতায়নে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

‘দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুবসমাজের এজেন্ট হিসেবে ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীরা।

সেখানে শিক্ষাব্যবস্থা, সচেতনতা এবং প্রযুক্তির ব্যবহার করে কীভাবে যুবসমাজ বিভিন্ন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে তা তুলে ধরেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত