Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

কালুরঘাটে ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি, ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

kalurghat train accident
[publishpress_authors_box]

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় হওয়া দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বাসস।

বরখাস্ত হওয়া কর্মীরা হলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে থাকা গার্ড সোহেল রানা (হেডকোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নং-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার (টিএলআর) মাহবুব।

তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএমই (লোকো), চট্টগ্রাম; ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।

বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হন।

ট্রেনটি চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগন্যাল অমান্য করে কিছু যানবাহন ব্রিজে উঠে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত