Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি

ব‍্যাংক মালিক-ব‍্যবস্থাপক
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন।
[publishpress_authors_box]

নভেল করোনাভাইরাস মহামারীর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে ব্যবসায়িক ক্ষতির কারণে যারা ঋণ পরিশোধ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেবে সরকার। এজন্য ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

৫০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণগ্রহীতারা এই সহায়তা পাবে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে তৈরি অভিঘাত মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার সুপারিশ দিতে ৫ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে সত্যিই ঋণগ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এবং সমস্যাসঙ্কুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও সেই প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কিনা তা যাচাই বাছাই করে কমিটি সুপারিশ দিবে।

কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তার বেশি অঙ্কের যেসব ঋণ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ঋণগুলো অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত