Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

১৪ বছর পর ঢাকায় আন্তর্জাতিক কারাতে

ঢাকায় বসছে আন্তর্জাতিক কারাতে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। মিরপুর ইনডোরে চলছে সেটারই প্রস্তুতি। ছবি: সকাল সন্ধ্যা।
ঢাকায় বসছে আন্তর্জাতিক কারাতে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। মিরপুর ইনডোরে চলছে সেটারই প্রস্তুতি। ছবি: সকাল সন্ধ্যা।
[publishpress_authors_box]

বাংলাদেশেও কারাতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা যায় সেই ধারণাটাই যেন ভুলতে বসেছিলেন ফেডারেশন কর্মকর্তারা। ঢাকায় সর্বশেষ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা হয়েছিল ২০১০ এসএ গেমসে। গেমসের অন্যতম ডিসিপ্লিন ছিল কারাতে।

প্রায় ১৪ বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কারাতের আরেকটি আন্তর্জাতিক আসর। আগামী ২৫-২৯ সেপ্টেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে হবে ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ।

শনিবার মিরপুর ইনডোরে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যটি জানিয়েছেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কারাতে ফেডারেশনের কর্মকর্তারা। শনিবার মিরপুর ইনডোরে। ছবি: সকাল সন্ধ্যা।

গত বছর অক্টোবরে হাঙ্গেরির বুদাপেস্টে হয়েছিল কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেস। সেই কংগ্রেস সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে হবে পরবর্তী কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ওয়েলস, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর কারাতেকা অংশ নেবে এই প্রতিযোগিতায়। জাতীয় দল ও ক্লাব দল- যে কোনও দেশ থেকে দুটি বিভাগে অংশ নিতে পারবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে।

ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র এই চারটি বিভাগে খেলবে জাতীয় দলে। এই বিভাগগুলো ছাড়াও ক্লাব পর্যায়ে বাড়তি দুটি বিভাগ অনূর্ধ্ব-১৪ ও ভ্যাটার্ন ক্যাটাগরিতে খেলতে পারবেন বিভিন্ন দেশের কারাতেকারা।

সর্বশেষ এসএ গেমসে কারাতে থেকে এসেছিল ৩টি সোনার পদক। এবার কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপেও পদকের আশা করছে বাংলাদেশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, “এই প্রতিযোগিতার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। যদিও আমাদের ভেন্যু সঙ্কট রয়েছে। কখনও এনএসসির জিমনেসিয়ামে, কখনও মিরপুরে ইনডোরে প্রস্তুতি নিতে হচ্ছে। তারপরও আশাবাদী ভালো প্রস্তুতি পেলে আমরা এই প্রতিযোগিতায় পদক জিততে পারব।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক খান।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত