প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ ইউরো খেলতে নেমেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার রেকর্ডগড়া ম্যাচে জয়ের নায়ক ফ্রান্সিস্কো কনসেইকাও। রোনালদোর চেয়ে ১৮ বছরের ছোট এই ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইউরো অভিযানে নেমে দুটো রেকর্ড গড়েছে পর্তুগাল। সবচেয়ে বেশিবার ইউরো খেলা ও সবচেয়ে বেশি বয়সে ইউরো খেলা- দুটো রেকর্ডই এখন পর্তুগালের। রোনালদো প্রতিযোগিতাটিতে নেমেছেন ষষ্ঠবার, অন্যদিকে ৪১ বছর বয়সে ইউরোপসেরার লড়াইয়ে পেপে।
তাদের রেকর্ডগড়া ম্যাচে সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছেন ২১ বছর বয়সী কনসেইকাও। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জাল খুঁজে নিয়ে পর্তুগালকে এনে দিয়েছেন পূর্ণ ৩ পয়েন্ট। চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন হারানাচের ভুলে ছোটবক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করে গ্যালারিতে আনন্দের ঢেউ তোলেন পোর্তোতে পাকাপাকিভাবে নাম লেখানো এই উইঙ্গার।
একেবারে শেষ মুহূর্তে তার গোলেই যেহেতু জয় নিশ্চিত হয়েছে পর্তুগালের, স্বভাবতই প্রশংসার জোয়ারে ভাসছেন কনসেইকাও। পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস যেমন বলেছেন, “পর্তুগাল দলে কেন জায়গা পেয়েছে কনসেইকাও, সেটা সে প্রমাণ করল। সে এই জায়গার দাবিদার। দলের সবাইকে দেখিয়ে দিয়েছে (কেন সে ইউরোর দলে)। কনসেইকাও খুবই পরিপক্ক খেলোয়াড়।”
ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন এই উইঙ্গার। পোর্তোতে দারুণ মৌসুম পার করে সুযোগ পেয়েছেন ইউরোর দলে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বদলি হয়ে মাঠে নামার ১১০ সেকেন্ডে গোল করে পর্তুগালকে জয় এনে দিয়েছেন কনসেইকাও।
তার পারফরম্যান্স নিয়ে মার্তিনেসের বক্তব্য, “গত চার মাস ক্লাবের জার্সিতে দারুণ পারফর্ম করেছে কনসেইকাও। এরপরও (জাতীয় দলে) কাজটা সহজ নয়। সে তার সামর্থ্য দেখিয়েছে এবং প্রমাণ করেছে কেন তাকে আমরা এখানে (ইউরো) নিয়ে এসেছি।”
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে পর্তুগালকে। প্রথমার্ধে রোনালদোর দুটি চেষ্টা প্রতিহত করে গোলশূন্যভাবে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে গিয়ে চেক প্রজাতন্ত্র এগিয়েও যায়। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া লুকাস প্রোভদের বুলেট গতির শট ঠেকানোর সাধ্য ছিল না পর্তুগিজ গোলকিপার ডিয়েগো কোস্তার।
অবশ্য সমতায় ফিরতে সময় লাগেনি পর্তুগিজদের। ৬৯ মিনিটে তারা স্কোরলাইন ১-১ করে রবিন হারানাচের আত্মঘাতী গোলে। এরপর ইনজুরি টাইমে কনসেইকাওয়ের গোলে জয়ে ইউরো শুরু করতে পেরেছে পর্তুগাল।