Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

তিন দিন পর নাফ নদীর ওপারে গোলাগুলির শব্দ

সীমান্তের ওপারে মিয়ানমার অংশে দেখা যাচ্ছে কালো ধোঁয়া।
সীমান্তের ওপারে মিয়ানমার অংশে দেখা যাচ্ছে কালো ধোঁয়া।
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

তিন দিন পর আবারও বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার দুপুরে ও বিকালে রাখাইন রাজ্যে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলে। সে সময় সীমান্ত এলাকা থেকে লোকজন ভয়ে সরে আসেন।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফনদীর ওপারে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। এরপর বিকাল ৫টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ারর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে পরপর তিনটি মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।

সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও স্থায়ী বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম বলেন, শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত থেমে থেমে খারাংখালী সীমান্তে গোলাগুলি শব্দ শোনা গেছে। ফলে সীমান্ত এলাকার চিংড়ির খামারে থাকা লোকজন ভয়ে সরে এসেছেন। তবে আগের তুলনায় গোলার শব্দ অনেকটা কমে গেছে।

চিংড়ি ঘের মালিক শাহীন শাহজাহান বলেন, নাফনদীর ওপারে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের লোকজন সেখানে আত্মগোপনে রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে মিয়ানমারের ওপার থেকে যে গোলাগুলির শব্দ শোনা গেছে, তা তাদের মধ্যে ঘটতে পারে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, “টানা কয়েকদিন শান্ত ছিল সীমান্তের ওপার। শুক্রবার দুপুরে খারাংখালী সীমান্তে নাফ নদীর ওপারে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনছেন স্থানীয় লোকজন। তারা বিষয়টি আমাকে জানালে আমিও ইউএনও সাহেবকে অবহিত করেছি।”

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন থেকে গত তিন দিন কোনও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শুক্রবার বিকাল ৫টার দিকে নাফনদীর পূর্ব পাশের মিয়ানমারের মংড়ু শহরে নলবন্ন্যা গ্রামে পরপর তিনটি মর্টার সেলের বিকট শব্দ কেঁপে উঠেছে শাহপরীর দ্বীপ। এখনও সীমান্তবাসীর পুরোপুরি আতঙ্ক কাটেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, গত সোমবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। এসময়ে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে (শুক্রবার) দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে হোয়াইক্যং ও বিকেলে শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বিকট শব্দ শোনা গেছে। 

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত