Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

‘ট্রাম্পকে গুলি বব রবার্টস সিনেমার মতো সাজানো নয়’

bob-roberts-160724
[publishpress_authors_box]

কনজারভেটিভ সমর্থক গায়ক বব রবার্টস হুট করে দাঁড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে। ভোটের মাঠে নেমে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলে নিজে ফায়দা নেওয়ার মতো দুষ্টু রাজনীতিও ভালই জানেন বব রবার্টস। একদিন টেলিভিশন কেন্দ্র থেকে বার হয়ে ঘিরে ধরা অনুসারীদের অটোগ্রাফ দিতে দিতে এগোচ্ছিলেন তিনি। ভিড়ের মধ্যে এক নারী ছুটে এসে ববের গালে চুমু দেন। হতচকিত বব খানিক সরে দাঁড়ান। তার দেহরক্ষীরা  ওই নারী এবং ভিড় সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ত্রস্ত এই মুহূর্তে পর পর দুটো গুলি চলে। আর তারপরই বব রবার্টস লুটিয়ে পড়েন।       

১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ‘বব রবার্টস’ সিনেমা। তিন দশকেরও বেশি আগে মুক্তি পাওয়া এই সিনেমা থেকে ধারণা নিয়েই না কি ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা ‘সাজানো হয়েছে’ – এমন কথা বলতে চাইছেন কেউ কেউ।   

কিন্তু বব রবার্টস সিনেমার গল্পকার, পরিচালক এবং মুখ্য চরিত্রের অভিনেতা টিম রবিনস নিজেই এসব ‘কনস্পিরেসি থিওরি’ নাকচ করে দিয়েছেন।   

সোমবার এক্স হ্যান্ডেলে সবার উদ্দেশ্যে টিম রবিনস লেখেন, “যারা আমার সিনেমা বব রবার্টস এবং ট্রাম্পের হত্যা চেষ্টাকে এক কাতারে আনতে চান, আসুন আমরা বিষয়টা নিয়ে খোলাখুলি বলি। গতকাল একজন রাষ্ট্রপতি প্রার্থীর জীবনে বাস্তবে ওই ঘটনা ঘটেছে। যারা হত্যার চেষ্টাকে সত্য বলে অস্বীকার করছেন তারা সত্যিই ভারসামস্যহীন মানসিকতার।

“গতকাল একজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আরেকজন নিহত হয়েছেন। হয়তো রাজনৈতিক ভাবে তাদের মানুষ বলে মনে হয় না আপনার, কিন্তু একটু লজ্জিত হন। এদের প্রতি আপনার অন্ধ ঘৃণা দূর করুন। তারা  আপনার আমেরিকান সতীর্থ। এই  বিদ্বেষ আমাদের আত্মাকে হত্যা করছে এবং আমাদের মানবতার যা কিছু অবশিষ্ট আছে তা গ্রাস করছে।”

টিম রবিনসের ওই  সিনেমাতে সিনেট ভোটে পেনসিলভেনিয়া আসনে ভোটার টানতে ‘প্রাণনাশের সাজানো ব্যর্থ নাটক’ করে বব রবার্টস।

আর বাস্তবে ৭৮ বছর বয়সী ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শনিবার সন্ধ্যায় (১৩ জুলাই) নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন। বক্তব্য শুরুর একটু পরেই তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় এক বন্দুকধারী।  গুলি ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুঁড়ে বেরিয়ে যায়। সন্দেহভাজন হামলাকারী এবং ট্রাম্পের এক সমর্থক এই ঘটনায় নিহত হয়েছেন।

কাকতালীয়ভাবে সমাবেশ চলছিল  যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যেই।

এদিকে হলিউডের ‘হোম অ্যালোন’ এবং আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন অভিনেতা ডোনাল্ড ট্রাম্প। ‌উপস্থাপনা করেছেন রিয়েলিটি শো।

সব মিলিয়ে সোশাল মিডিয়াতে ট্রাম্পের উপর গুলি সিনেমার মতই সাজানো বলে আলোচনা শুরু হয়।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। তার আগে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে রাখতে হবে।

“আমরা প্রতিবেশি, বন্ধু, সহকর্মী, নাগরিক। সবচেয়ে বড় কথা আমরা আমেরিকান। … আমরা আমেরিকার পক্ষে আছি, চরমপন্থীদের পক্ষে নেই।”

জো বাইডেনের বক্তব্যের পরেই এক্স হ্যান্ডেলে ট্রাম্পের উপর বন্দুক হামলা নিয়ে নিজের ওই মতামত রাখেন টিম রবিনস। এই অভিনেতার মন্তব্যে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত