Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কঙ্গনাকে চড়, কনস্টেবল কুলবিন্দর কৌর গ্রেপ্তার

কনস্টেবল কুলবিন্দর কৌর।
কনস্টেবল কুলবিন্দর কৌর।
[publishpress_authors_box]

বলিউড নায়িকা ও সদ্য নির্বাচিত এমপি কঙ্গনা রানাউতকে চড় দেওয়া কনস্টেবলকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি বলছে, চন্ডিগড় বিমানবন্দরের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা ওই কনস্টেবল কুলবিন্দর কৌর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্য।

অতীতে ‘কৃষকদের অসম্মান’ করে দেওয়া বক্তব্যের জেরেই কঙ্গনাকে চড় দেয় কুলবিন্দর। ২০২০-২০২১ সালে ১৫ মাসব্যাপি কৃষক আন্দোলন হয় ভারতজুড়ে।

তখন কঙ্গনা সোশাল মিডিয়া এক্সে এক পোস্টে লিখেছিলেন, “মাত্র ১০০ রুপির বিনিময়ে নারীরা ধর্না দিচ্ছে।” কঙ্গনার ওই বক্তব্যের পর সোশাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্তরে সমালোচনার ঝড় ওঠে। পরে কঙ্গনা তার পোস্ট সরিয়ে নেন।

চন্ডিগড় বিমানবন্দরের ঘটনার পর ওই কনস্টেবল কুলবিন্দর বলেন, “তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন যে, কৃষকরা ১০০ রুপির জন্য ধর্না দিচ্ছে। তিনি কি রুপির জন্য ধর্না দেবেন? তিনি যখন এমন কথা বলছিলেন তখন আমার মা ওই আন্দোলনে ছিলেন।”

কৃষক পরিবারের সদস্য কুলবিন্দর কৌরকে ওই ঘটনার পরই প্রথমে বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সৈনি ওই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “ঘটনার তদন্ত হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তার সঙ্গে যুক্ত একজন এমন কাজ করেছে যা দুঃখজনক। যা ঘটেছে তা ঠিক হয়নি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত