ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২৯ আগস্ট গঠন করে সার্চ কমিটি। সেই কমিটি ৫৩ ফেডারেশনের সঙ্গে বৈঠক করে প্রথম ধাপে নয়টি ফেডারশেনের কমিটি সুপারিশ করেছে। ক্রীড়া মন্ত্রণালয় সেই কমিটি প্রায় তিন সপ্তাহ পর্যালোচনা করেছে। এরপরই এসেছে প্রজ্ঞাপন।
কিন্তু হকি, কাবাডি, দাবা, টেনিসের মতো বেশ কিছু ফেডারেশন নিয়ে ক্রীড়াঙ্গনে আছে বিতর্ক, অসন্তোষ। কমিটির অনেক সদস্যদের নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।
বিশেষ করে টেনিস ফেডারেশনের দুজন সদস্যকে পরিবর্তনের জন্য এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন টেনিস খেলোয়াড়েরা।
শিক্ষার্থী প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেনিস কোচ অর্ণব সাহা ও বেগম হোসনে আরা রিনার ব্যাপারে বেশি আপত্তি টেনিস সংশ্লিষ্টদের। অর্ণব পেশাদার খেলোয়াড় ছিলেন না। আর রিনা দীর্ঘদিন টেনিসের বাইরে রয়েছেন। এমনকি পুলিশ সুপার শরিফুল আলমের ব্যাপারেও অনেকের আপত্তি রয়েছে। অ্যাডহক কমিটিতে তার পরিচয় হিসেবে লেখা তিনি টেনিসের আইটিএফ লেভেল ৩ কোচ। কিন্তু অনেকের অভিযোগ, তিনি শুধু রমনা টেনিস কমপ্লেক্সে সৌখিন টেনিস খেলেন। পেশাদার টেনিসের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এই পুলিশ কর্মকর্তার।
জাতীয় দলের সাবেক টেনিস খেলোয়াড় ও বর্তমানে লেভেল ওয়ান কোচ মোহাম্মদ রাশেদুল ইসলাম রুমী ক্ষোভের সঙ্গে সকাল সন্ধ্যাকে বলেন, “আমাদের টেনিসের কমিটির যেসব নাম প্রস্তাবনা দেওয়া হয়েছিল এবং যে সব ব্যক্তিদের এখানে ঢোকানো হয়েছে এদের অনেকে সৌখিন খেলোয়াড়। এরা সপ্তাহে দুয়েক দিন ফেডারেশনে আসে এবং শখের বশে খেলে চলে যায়। অথচ এখানে আমাদের অনেক পেশাদার কোচ, খেলোয়াড় আছেন। টেনিস কোচেস ফোরাম ও টেনিস খেলোয়াড় ফোরাম আছে। এসব জায়গা থেকে বাছাই না করে এমন জায়গা থেকে নেওয়া হয়েছে। পার্টটাইমারদের যেভাবে নেওয়া হয়েছে বা পছন্দ করা হয়েছে এটা কোনওভাবে প্রত্যাশিত না। ”
টেনিস ফেডারেশেনর নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদও পুরো কমিটি সম্পর্কে অবগত নন। তিনি বলেন , “এই কমিটিতে সার্চ কমিটির সুপারিশের বাইরেও দুজন সদস্য রয়েছেন বলে আমি শুনেছি। আসলে এখানে আমার কিছু করার নেই। কমিটি যেমনই হোক সবাইকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। টেনিসের উন্নতিতে কাজ করতে হবে।”
বিতর্ক শুরু হয়েছিল সম্প্রতি ডেভিস কাপের দল গড়া নিয়ে। যেখানে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই হানিফ মুন্নাকে বাদ দেন সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত দলে ঢোকেন হানিফ। আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হবে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় খেলতে সোমবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলের নন প্লেয়িং ক্যাপ্টেনও বদলে গেছে। খালেদ আহমেদের বদলে ক্যাপ্টেন হিসেবে গেছেন আলমগীর হোসেন। দলের অন্যান্য খেলোয়াড় হলেন-জারিফ আবরার, মোহাম্মদ রুস্তম আলী ও মোহাম্মদ দীন ইসলাম।