Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ম্যানেজার ও অস্ত্র উদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে : আইজিপি

রুমা
বান্দরবানে রুমায় সোনালী ব্যাংক ও আশপাশের এলাকা পরিদর্শন করেন আইজিপি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইজিপি বলেন, “ব্যাংকে লুটপাট করা হয়েছে, অস্ত্র লুট করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে।  আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ম্যানেজার ও অস্ত্র উদ্ধারের জন্য সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এই ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ব্যাংক কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গেও কথা বলেন আইজিপি।

আইজিপি যখন রুমায় সোনালী ব্যাংক পরিদর্শন করছিলেন তখনই খবর আসে যে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “পুলিশ সতর্ক ছিল বলেই তারা এসে পালিয়ে গেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

প্রতিটি ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত