Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ইকুয়েডরকে পেল আর্জেন্টিনা, বিদায় মেক্সিকোর

কোয়ার্টার ফাইনাল খেলতে না পারার হতাশা মেক্সিকোর এক ফুটবলারের। ছবি : এক্স
কোয়ার্টার ফাইনাল খেলতে না পারার হতাশা মেক্সিকোর এক ফুটবলারের। ছবি : এক্স
[publishpress_authors_box]

মেক্সিকো ০ : ০ ইকুয়েডর

জ্যামাইকা ০ : ৩ ভেনেজুয়েলা

টানা তিন জয়ে আগেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর প্রতীক্ষায় ছিল কোয়র্টার ফাইনালের প্রতিপক্ষের। নির্ধারণ হয়ে গেলেও সেটাও। শেষ আটে লিওনেল মেসির দল খেলবে ইকুয়েডরের সঙ্গে।

কোপা আমেরিকা শুরুর আগে মেসি বলেছিলেন, ‘‘আর্জেন্টিনা, ব্রাজিল সব টুর্নামেন্টেরই ফেবারিট। এর বাইরে এবার চমকে দিতে পারে ইকুয়েডর। ওরা শারীরিকভাবে ভীষণ শক্তিশালী আর খেলে পরিকল্পনা মতো।’’ সেই ইকুয়েডরের সঙ্গেই কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে।

গ্রুপ ‘বি’তে আজ গোলশূন্য ড্র হয়েছে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ। তাতে দুই দলের পয়েন্ট সমান ৪। ইকুয়েডরের গোলগড় +১ আর মেক্সিকোর ০। এই গোলগড়েই গ্রুপে রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ইকুয়েডর।

ইকুয়েডরের ফুটবলারদের নকআউটে যাওয়ার উদযাপন। ছবি : এক্স

অ্যারিজোনায় ইকুয়েডরের পোস্টে মেক্সিকো বিরতির আগে ৭টি শট নিলেও লক্ষ্যে ছিল না একটিও। বিরতির পরও তাদের আক্রমণগুলো নষ্ট হয়েছে ফিনিশিংয়ের অভাবে। ইনজুরি টাইমে ফেলিক্স তোরেস গুইলের্মো মার্তিনেসকে ফাউল করেছেন ভেবে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। কিন্তু মেক্সিকান দর্শকদের আনন্দ মাটি হয়ে যায় ভিএআরে পেনাল্টি বাতিল হলে।

অপর ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজেুয়েলা। একটি করে গোল এদুয়ার্দ বেলো, সলোমন রনডন আর এরিক রামিরেজের। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে কানাডার বিপক্ষে।

গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর রানার্সআপ হয়েছিল কানাডা। চিলি, পেরুর মত দুই দলকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল খেলাটা তাদের জন্য কৃতিত্বের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত