ইকুয়েডর ৩ : ১ জ্যামাইকা
ভেনেজুয়েলা ১ : ০ মেক্সিকো
প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল ইকুয়েডর। কোপা আমেরিকায় টিকে থাকাটাই পড়েছিল হুমকির মুখে। আজ জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল তারা।
গ্রুপের অপর ম্যাচে ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী মেক্সিকোকে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি সলোমন রনডনের। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ভেনেজুয়েলার। আর বাদ পড়ল জ্যামাইকা।
ম্যাচের ১৩তম মিনিটে কেসি পালমারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইকুয়েডর। বিরতির কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে গোল করেন ১৭ বছরের বিস্ময় বালক কেনদ্রি পায়েজ। গ্রিগরি লেইয়ের হ্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল তারা।
৫৪ মিনিটে মিখাইল আন্তোনিওর গোলে ম্যাচে ফিরেছিল জ্যামাইকা। সমতার জন্য আক্রমণের গতিও বাড়িয়েছিল তারা। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে অ্যালান মিন্দার গোলে স্বস্তির ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
পেনাল্টি থেকে গোল করে নতুন ইতিহাস গড়েছেন কেনদ্রি পায়েজ। আজ তার বয়স ছিল ১৭ বছর ৫৩ দিন। একবিংশ শতাব্দীতে কোপা আমোরিকায় এত কম বয়সে গোল করেননি আর কেউ। গত শনিবার একবিংশ শতাব্দীতে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে কোপায় অভিষেক হয়েছিল তার।
কোপার ইতিহাসে ১৬ বছর ৫ মাস ১৭ দিনে গোলের রেকর্ডটা অবশ্য কলম্বিয়ার জনিয়ের মনতানোর। সেটা একবিংশ শতাব্দীর আগের কথা।