উরুগুয়ে ৫ : ০ বলিভিয়া
পানামা ২ : ১ যুক্তরাষ্ট্র
বলিভিয়াকে পাত্তাই দিল না উরুগুয়ে। ৫-০ গোলে তাদের উড়িয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল লাতিন এই পরাশক্তি। আর বড় এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বলিভিয়ার।
লুইস সুয়ারেজেকে বেঞ্চে রেখেই খেলেছিল উরুগুয়ে। এটা তেমন প্রভাব ফেলেনি। অষ্টম মিনিটে ফেকুন্দো পেলিস্ত্রি, ২১ মিনিটে দারউইন নুনিয়েজ, ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ৮১ মিনিটে ফেদেরিকো ভালভার্দে আর ৮৮ মিনিটে অপর গোলটি করেন রোদ্রিগো বেনতাকুর। পরে বদলি হয়ে নেমে সুয়ারেজ গোলের দেখা না পেলেও তার দলের নিশ্চিত হয়ে যায় শেষ ষোলো।
গ্রুপের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে পানামা। ১৮ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন যুক্তেরাষ্ট্রের টিমোথি উইয়াহ। পানামার রডরিক মিলারের মাথায় আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ১০ জন নিয়েও ২২ মিনিটে ফোলারিন বালোগানের গোলে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
এর চার মিনিট পরই সমতা ফেরান সেজার ব্লাকমান। ম্যাচ শেষের ৭ মিনিট আগে জোসে ফাজারদোর গোল গড়ে দেয় ব্যবধান। ৮৮ মিনিটে পানামার আডালবারতো লাল কার্ড দেখলেও সুযোগটা নিতে পারেনি যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘সি’তে ২ ম্যাচ শেষে উরুগুয়ের পয়েন্ট ৬, যুক্তরাষ্ট্রের ৩, পানামার ৩ ও বলিভিয়ার ০।