Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বুড়িয়ে যাওয়া কুড়িয়ে আনারাই উড়িয়ে দিলেন শান্তদের

বাংলাদেশকে হারানোর উচ্ছ্বাস ম্যাচ সেরা হারমিত সিংয়ের। তার জন্ম ভারতের মুম্বাইয়ে। ছবি : এক্স
বাংলাদেশকে হারানোর উচ্ছ্বাস ম্যাচ সেরা হারমিত সিংয়ের। তার জন্ম ভারতের মুম্বাইয়ে। ছবি : এক্স
[publishpress_authors_box]

শেষ ৪ ওভারে দরকার ৫৫ রান। যুক্তরাষ্ট্রের মত নবীন দলের জন্য রীতিমতো পাহাড় ডিঙানো চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই চ্যালেঞ্জটাই অনায়াসে পেরিয়ে চমকে দিল যুক্তরাষ্ট্র। আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজুর রহমানকেও সাধারণ মানে নামিয়ে এনেছিলেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার কোরে অ্যান্ডারসন ও হারমিত সিং।

দুজনই বুড়িয়ে গেছেন। এক দেশে জন্ম আরেক দেশের হয়ে খেলায় তাদের বলা হচ্ছে ‘কুড়িয়ে আনা’ ক্রিকেটার। শুধু এই দুজনই নই, যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অর্ধেকের বেশি ক্রিকেটারই এমন।

কোরে অ্যান্ডারসন ছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত একাদশের খেলোয়াড়। ২০১৪ সালের ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ৩৬ বলে। শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির ১৭ বছরের পুরোনো রেকর্ডটা ভাঙা এই কিউই ব্যাটার মাতিয়েছেন আইপিএলও।

২০১৮ সালের পর যুক্তরাষ্ট্র পাড়ি দিয়ে ৩৩ বছরের এই অলরাউন্ডার এবার বিশ্বকাপ খেলছেন নতুন জাতীয় দলের হয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৫ বলে অপরাজিত ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

ব্যাট হাতে ১৩ বলে ৩৩ করা হারমিত সিংয়ের জন্ম ভারতের মুম্বাইয়ে। দুবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হারমিত ২০১৩ সালের আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্পট ফিক্সিংয়ের। তদন্তও করে বিসিসিআই। দোষী প্রমাণিত না হলেও এরপর ভারত ছেড়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান তিনি।

বাংলাদেশকে হারানোর পর ম্যাচ সেরা ৩১ বছর বয়সী সেই হারমিত সিং জানালেন, ‘‘হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা কী হতে পারে জানি না। মোস্তাফিজের ৪ ওভার শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে ২০ রানও নিতে পারব, এই বিশ্বাসটা ছিল।’’

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের জন্মও ভারতে। গুজরাট অনূর্ধ্ব-১৯ দলে খেলা মোনাঙ্কও ভাগ্য বদলে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ভারতে থাকলে জাতীয় দল পর্যন্ত পৌঁছানোটা হত এভারেস্ট জয় করার মত। অথচ স্বপ্নের মার্কিন মুলুকে পাড়ি দিয়ে তিনি হয়ে গেছেন দেশটির প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক।

ব্যাটিংয়ে ওয়ান ডাউনে নামা ৩০ বছর বয়সী আনদ্রিস গাউস খেলেছেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। বাংলাদেশের বিপক্ষে ১৮ বলে ২৩ করেছিলেন তিনি। চার নম্বরে ব্যাট করা ২৯ বছরের অ্যারন জোন্স খেলেছেন বারবাডোস অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে। একটা সময় রংপুর রাইডার্সের হয়ে বিপিএলও খেলেছেন জোন্স।

পাঁচে ব্যাট করা নিতিশ কুমার কানাডার হয়ে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপ। জাতীয়তা বদলে তিনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভার বল করা সৌরভ নেত্রাভাকারের জন্ম মুম্বাইয়ে। ক্রিকেট ক্যারিয়ারের আশা ছেড়ে উচ্চতর পড়াশোনার জন্য মার্কিন মুলুকে আসেন তিনি। কর্নেল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পর তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন খ্যাতনামা টেক প্রতিষ্ঠান ওরাকলে। কাজের ফাঁকে ৩২ বছরের সৌরভ কখন ক্রিকেট খেলতেন, জানতেন না তার অনেক কলিগও। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সৌরভ খেলেছেন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাটদের সঙ্গে। 

৩৩ বছর বয়সী পেসার আলী খানের জন্ম পাকিস্তানের পাঞ্জাবে। কলকাতার হয়ে আইপিএল, খুলনার পক্ষে বিপিএল, ইসলামাবাদের জার্সিতে পিএসএল খেলা আলী বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে ৪৯ রানে নেন ১ উইকেট। যুক্তরাষ্ট্রের হয়ে এটাই সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের রেকর্ড (এক ইনিংসে)। 

৩ ওভারে ৩০ রান দেওয়া জাশদিপও ভারতীয় বংশোদ্ভুত। তার বয়স যখন ৩ বছর তখন পুরো পরিবার পাঞ্জাব থেকে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। এছাড়া একাদশে সুযোগ না পাওয়া অলরাউন্ডার  মিলিন্দ কুমার ২০১৮-১৯ মৌসুমে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে করেছিলেন সর্বোচ্চ এক হাজার ৩৩১ রান।  

রঞ্জি ট্রফিতে দীর্ঘ সাত মৌসুম খেলা ৩৩ বছরের মিলিন্দকেও তিন ম্যাচের সিরিজে সামলাতে হতে পারে বাংলাদেশকে। এই বুড়িয়ে যাওয়া কুড়িয়ে আনাদের চ্যালেঞ্জ জিততে পারবে তো নাজমুল হোসেন শান্তর দল?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত