ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংসেরও অভিযোগ আনেন তিনি।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনার আয়োজন করেছিল।
মির্জা ফখরুল বলেন, “দেখুন কীভাবে নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথা-বার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? সম্পূর্ণভাবে বিদেশিদের স্বার্থে।”
বিএনপি আমলের বাজেটের আকার নিয়ে সরকারের নানা সমালোচনারও জবাব দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আরে বিএনপি দেশটাকে ভালোবাসতো, সেজন্যই তারা চট করে জনগণের ওপর করের বোঝা, ঋণের বোঝা চাপিয়ে দেয়নি। আজকে জনগণের ওপর ঋণের বোঝা চাপানো হয়েছে। প্রতিটি ব্যক্তির ওপরে এক লাখ ৫৫ হাজার টাকা ঋণ, চিন্তা করতে পারেন! মাথাপিছু ঋণ এটা!”
২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনও দিক নির্দেশনা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “মূল্যস্ফীতি কমানোর কোনও ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করা হয়েছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?”
সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, “মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল সেগুলোও তারা ধ্বংস করে দিয়েছে।”
ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. রইছ উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্দিকুর রহমান খানসহ অন্যরা।