Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

দেশের প্রথম প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও অ্যানাটমি মিউজিয়ামের যাত্রা শুরু

ss-anatomy-pg-03072024
[publishpress_authors_box]

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও অ্যানাটমি মিউজিয়াম কমপ্লেক্স।

প্লাস্টিনেশন হলো অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণের অত্যাধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে ফরমালিন ছাড়াও এখানে অ্যাসিটোন এবং সিলিকন ব্যবহার করা হয়। এতে সংরক্ষিত অঙ্গপ্রত্যঙ্গের বৈশিষ্ট্য বজায় থাকে। ফলে গন্ধ তৈরি হয় না, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা সহজেই গবেষণা করতে পারেন।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধীনে প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও অ্যানাটমি মিউজিয়াম কমপ্লেক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেন, “অ্যানাটমি কঠিন হলেও চিকিৎসা বিজ্ঞানে এটি মৌলিক বিষয়। তাই অ্যানাটমিতে দক্ষ না হলে একজন ভালো চিকিৎসক হওয়া সম্ভব নয়। আর দক্ষ চিকিৎসক হতে হলে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিনেশন পদ্ধতির উপর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপাচার্য।

এই অ্যানাটমি মিউজিয়াম শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত