সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. হারুন অর রশীদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন ও শাফি মোদ্দাছির খান।
এই ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগের অনুসন্ধান চলমান।
এই অনুসন্ধান চলাকালে তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে একটি সূত্রে জানতে পেরেছে দুদক। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশের বাইরে যাওয়া ঠেকানো প্রয়োজন।
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এতে অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যদের সঙ্গে পদ হারান আসাদুজ্জামান খান কামালও। তবে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতার মতো এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা মেলেনি তারও। এরই মধ্যে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা এল।