Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এবার এনবিআরের প্রথম সচিবের সম্পদ জব্দের নির্দেশ

এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ফাইল ছবি
এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ফাইল ছবি
[publishpress_authors_box]

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মো. মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করার পর প্রতিষ্ঠানটির প্রথম সচিবের সম্পদ জব্দের এই আদেশ এলো।

জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে- কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট। এ ছাড়া তার ও তার স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এ বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে।

এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত