Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সালমান আনিসুল পলক আরও ৩, মামুন ২ মামলায় গ্রেপ্তার

সিএমএম আদালতের এজলাসে বুধবার কড়া নিরাপত্তায় তোলা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে।
সিএমএম আদালতের এজলাসে বুধবার কড়া নিরাপত্তায় তোলা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে।
[publishpress_authors_box]

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার বাড্ডা থানায় করা দুটি এবং খিলগাঁও থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

এছাড়া বাড্ডা থানায় করা তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একই থানায় আরও দুই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া ঢাকায় পৃথক ছয়টি হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবীর আদালত এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। 

এদিন সকাল ৮টার দিকে কারাগার থেকে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, আব্দুল্লাহ আল-মামুন ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আনা হয়।

এরপর এই পাঁচ আসামিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ৮টা ১০ মিনিটে তাদের আদালতের এজলাসে ওঠানো হয়। এরপর তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়।

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা ও লালবাগ থানায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা রয়েছে। এছাড়া বাড্ডা থানায় তার নামে আরও চারটি হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত