Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উত্তেজনার ডার্বিতে শেষের নাটকে রিয়ালের ড্র

rty
[publishpress_authors_box]

ডার্বি মানেই উত্তেজনা। আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় যা হল, সেটা ছাড়িয়ে গেল সীমারেখা। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দিকে ছুড়ে মারা হল বোতল, লাইটার, প্লাস্টিক। ম্যাচ বন্ধ থাকল ২০ মিনিট।

শেষ পর্যন্ত খেলা শুরু হলেও শেষ বেলায় গোল হজম করে পয়েন্ট হারাল রিয়াল। ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়ায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগও হারালো কার্লো আনচেলোত্তির দল।

এদের মিলিতাও ৬৪ মিনিটে এগিয়ে দিয়েছিলেন রিয়ালকে। আতলেতিকো সমতা ফেরায় ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে আনহেল কোররেয়ার গোলে। ইনজুরি টাইমের নবম মিনিটে মার্কোস ইয়োরেন্তে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আতলেতিকো। তবে এরপর আর গোলের দেখা পায়নি রিয়াল।

লা লিগায় ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৮ আর আতলেতিকোর ১৬। পয়েন্ট হারালেও লা লিগায় টানা ৪০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল যে দুটি ম্যাচ হেরেছিল, সেই দুটিই আতলেতিকোর মাঠে। এবার সুযোগ পেয়েও প্রতিশোধ নেওয়া হলো না তাদের। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ ৭ ম্যাচে কেবল একটিই জিতেছে রিয়াল।

৬৪তম মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। লুকা মদ্রিচের ফ্রি কিক থেকে বল পেয়ে রদ্রিগো দে পলের বাধা এড়িয়ে বক্সে ক্রস ফেলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁকায় দাঁড়ানো  এদের মিলিতাও বল থামিয়ে শট নেন ডান পায়ে, যা আতলেতিকোর এক ডিফেন্ডারের পায়ে লেগে জড়ায় জালে।

ডার্বিতে গোলের পর স্বাভাবিকভাবেই উল্লাসে মেতেছিলেন খেলোয়াড়রা। এমন আনন্দের সময়ই গ্যালারি থেকে লাইটার আর বোতল ছুড়ে মারা হয় কোর্তোয়ার দিকে। একটি সাদা ব্যাগে করেও কিছু একটা ছুড়ে মারা হয়েছিল কোর্তোয়ার উদ্দেশ্যে। রেফারি খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলেন ১০ মিনিটের জন্য। শেষ পর্যন্ত প্রায় ২০ মিনিট পর শুরু হয় খেলা।

এ নিয়ে বিবৃতিতে দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে আতলেতিকো। দলটির কোচ ডিয়েগো সিমিওনিও জানিয়েছেন অসন্তুষ্টি। তবে তিনি একহাত নিয়েছেন কোর্তোয়াকেও, ‘‘ সে আমাদের গোলরক্ষক ছিল আগে। উদযাপনের সময় গ্যালারির দিকে তাকিয়ে দর্শকদের উত্তেজিত করা ঠিক হয়নি। মাঠে এ ধরনের ঘটনা কারও কাম্য নয়। দর্শকরা আমাদের সাহায্য করেনি। এ ধরনের দর্শক দরকার নেই আমাদের।’’

রেফারির খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে একমত জানিয়েছেন রিয়াল কোচ আনচেলোত্তিও, ‘‘কেউ চায় না খেলা বন্ধ থাকুক। তবে রেফারি তখন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক ছিল।’’

ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোল করে রিয়ালের বুক ভাঙেন কোররেয়া। বাঁ দিক থেকে বাড়ানো হাভি গালাননের পাস ধরে এগিয়ে আসা কোর্তোয়াকে বোকা বানান কোররেয়া। মিলিতাওয়ের বাধা এড়িয়ে ঘরের মাঠের দর্শকদের উল্লাসে ভাসান এই আর্জেন্টাইন।

রেফারি অবশ্য হ্যান্ডবলের জন্য গোল দেননি প্রথমে। তবে ভিএআরের সাহায্য নিয়ে নিশ্চিত হন হ্যান্ডবল না হওয়াটা। এমনকি অফসাইডেও ছিলেন না কোররেয়া। নবম মিনিটে ফ্রান গার্সিয়াকে ফাউল করে মার্কোস ইয়োরেন্তে লাল কার্ড দেখলেও সেটা আর প্রভাব ফেলেনি ম্যাচে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত