Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আরও ৫৩ জনের কোভিড শনাক্ত

ss-covid-19-22-01-24
[publishpress_authors_box]

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১ এর বিস্তারের মধ্যে বাংলাদেশেও বাড়ছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় ৫৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

তবে দেশে এই সংক্রমণ বৃদ্ধির জন্য জেএন.১ দায়ী কি না তা নিশ্চিত করেনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সবশেষ ১৮ জানুয়ারি অতিসংক্রমণশীল এই উপধরনে পাঁচজন আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ জনের শরীরে রোগটির সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ নমুনা পরীক্ষা হয়েছে ৮৮৫টি। সে হিসেবে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৮১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক নয় শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৫৩ জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত  দেশে মোট ২০ লাখ ৪৭ হাজার ৫১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত