Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে মধ্যরাতে গরু লুট

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
[publishpress_authors_box]

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ডেইরি ফার্মে হানা দিয়ে বাছুরসহ ৫টি গরু লুট করে নিয়ে গেছে স্বশস্ত্র একটি দল ।

রবিবার রাত আড়াইটার দিকে কক্সবাজারের কস্তুরাঘাট বাঁকখালী সেতুর উত্তর পাশের মিড ওয়ে ডেইরি ফার্মে এই হামলা চালায় অস্ত্রধারীরা। এসময় গুরুতর আহত হন ফার্মের ৫ জন কর্মচারী।

ডেইরি ফার্মটি কক্সবাজার সদর থানা থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিক অবসরপ্রাপ্ত কৃষিবিদ সালে আহমদ জানান, মধ্যরাতে সশস্ত্র একটি দল ট্রাকে করে এসে তার প্রতিষ্ঠানে হানা দেয়। এসময় নৈশ্য প্রহরী ও কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে বেঁধে রাখে।

এরপর তারা একটি বাছুর এবং বিদেশি জাতের ৪টি গাভি লুট করে নিয়ে যায়। পুলিশকে জানানো হলেও পুলিশ আসার আগেই তারা গরু নিয়ে চলে যায়। আহত ৫ কর্মচারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের তিনজনকে চিহ্নিত করা গেছে জানিয়ে তিনি বলেন, তারা হলো খুরুশকুলের মনুপাড়ার হায়দার আলী, সিকান্দর, কুইজ্জা। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ‍ওসি (তদন্ত) মো. মছিউর রহমান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত