Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

পেকুয়ায় ট্রাকচাপায় প্রতিবন্ধীর মৃত্যু

accident
[publishpress_authors_box]

কক্সবাজারের পেকুয়ায় লবণবাহী ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দু সালাম (৪০) শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

রবিবার বিকাল ৩টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

নিহত আব্দু সালাম পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বকসুমুড়া এলাকার নুরুল আলমের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং খুচরা মরিচ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে সিরাজুল মোস্তফা বলেন, রবিবার সকালে আব্দু সালাম বাড়ি থেকে পেকুয়া বাজারে মরিচ কিনতে যান। বিকালে তিনি মরিচ কিনে ফিরছিলেন।

ফিরতি পথে পেকুয়া কলেজ গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী লবণবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আব্দু সালাম মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের চাকার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত