কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা ছয় মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে নিয়ে এসব মামলায় মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হলো বলে শুক্রবার নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, কক্সবাজার শহর ও চকরিয়ায় হামলা, ভাঙচুর ও ছাত্রলীগের চার নেতাকে মারধরের অভিযোগে ছয়টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ভিডিও, ছবি দেখে যাদের শনাক্ত করা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।