Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ঈদের দুপুরে বন্ধুদের সঙ্গে সৈকতে নেমে কিশোর নিখোঁজ

কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি
কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

ঈদের দিন বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

নিখোঁজ মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকা থেকে সাত কিশোর বন্ধু সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা ঘুরাঘুরির এক পর্যায়ে সাগরে গোসলে নামে। এসময় ভাটার টানে স্রোতে একজন ভেসে যায়। তখন অন্য বন্ধুদের চিৎকারে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তারা তাকে পায়নি।

সৈকতে দায়িত্বরত কর্মীরা নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত