কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন জনের মরদেহ পাওয়া গেছে।
তারা হলেন- সেন্টমার্টিনের আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮), আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০) ও ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)।
শুক্রবার তাদের মরদেহ টেকনাফের বঙ্গোপসাগরের উপকুলে ভেসে আসে।
সকাল ১০টার দিকে দুই জনের এবং বিকাল ৪টার দিকে একজনের মরদেহ ভেসে আসে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যান। এসময় ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় তিন জন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে দুই জনের এবং বিকালে একজনের মরদেহ ভেসে আসলে উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে তিন জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি গণি।