Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
প্রতীকী ছবি। সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের কলাতলীর একটি রিসোর্টের কক্ষ থেকে অমিত বড়ুয়া (৩৪) নামে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার ছেলে।

পুলিশ বলছে, মরিয়ম নামের রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

কক্সবাজার সদর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গত ৮ অক্টোবর বেলা ১১টার দিকে রিসোর্টের ১০৮ নম্বর কক্ষে ওঠেন অমিত বড়ুয়া। শুক্রবার বেলা ১১টার দিকে তার চলে যাওয়ার কথা ছিল।

তিনি জানান, এসময় এক রিসোর্টকর্মী তার কক্ষের সামনে গিয়ে বারবার দরজায় আঘাত করেও সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ কক্ষটিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

ওসি জানান, অমিত বড়ুয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত