Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ফাইল ছবি
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির। ফাইল ছবি
[publishpress_authors_box]

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মো. সালেক নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি/৫০ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. সালেক ক্যাম্পের ডি/৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

ওসি শামীম জানান, সালেক নিজের ঘরে ফেরার পথে বোরকা পরা ৩-৪ জন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তবে পথেই তার মারা যান। ময়নাতদন্তের জন্য তার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি শামীম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত