সড়কে নয়, নিজের বাড়িতে থেকেও গাড়িচাপায় প্রাণ হারাতে হলো এক স্কুলশিক্ষককে।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলায় শনিবার সকালে।
নিহত শিক্ষকের নাম ইমারী রাখাইন (৪৯)। উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় সড়কের পাশেই তার বাড়ি।
সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপভ্যান তার সেই বাড়িতে ঢুকে পড়েছিল বলে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানিয়েছেন।
তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “বাড়ির ফুল বাগানের পরিচর্যা করছিলেন ইমারী রাখাইন। হঠাৎ একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাড়ির বেড়া ভেঙে চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ইমারী রাখাইন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও ছিলেন তিনি। তিনি অফিসেরচর এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী।