Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

৪৮ ঘণ্টা পর সচল কক্সবাজার বিমানবন্দর

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগে রবিবার দুপুরে কক্সবাজার সৈকত।
ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগে রবিবার দুপুরে কক্সবাজার সৈকত।
[publishpress_authors_box]

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় ৪৮ ঘণ্টা পর সচল হয়েছে কক্সবাজার বিমানবন্দর।

মঙ্গলবার সকাল ৭টার থেকে বিমানবন্দরের কার্যক্রম পুরোদমে চলছে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা।

ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছিল কক্সবাজারে ফ্লাইট ওঠানামা।

মর্তুজা বলেন, “সোমবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হলে ১টি ফ্লাইট নেমেছিল। কিন্তু পুনরায় আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনও ফ্লাইট ওঠানামা করেনি। আজ সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।”

সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে দুটি কার্গো বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এরপরই বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী দুটি ফ্লাইট অবতরণ করে। পরে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি কক্সবাজার থেকে ঢাকায় রওনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত