Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিহত শিক্ষার্থী তানভীরের পরিবারের জন্য ‘বীর নিবাস’

coxsbazar-tanvir-house-bir-nibas-200824-01
[publishpress_authors_box]

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার বাদশাহ মিয়া। ২০১৩ সালে স্থানীয় প্রভাবশালীরা তার বসতভিটা উচ্ছেদ করে দখল করে নিয়েছিলেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে একটি কুঁড়ে ঘরে সপরিবারে থাকেন তিনি। ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে পাঁচজনের সংসার চলছিল কোনোমতে।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় বাদশাহ মিয়ার বড় ছেলে তানভীর সিদ্দিকী। সে পাঁচলাইশ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। ছেলেকে হারানোর পর থেকে দিশেহারা পরিবারটি।

এই পরিস্থিতিতে বাদশাহ মিয়ার পরিবারকে একটি পূর্ণাঙ্গ ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।

মঙ্গলবার দুপুরে তানভীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নতুন একটি ঘরের ভিত্তি স্থাপন করে সংগঠনটির সদস্যরা। এতে সহযোগিতা করছে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরাও। আর সেই ঘরের নাম দেয়া হয়েছে ‘বীর নিবাস’।

বীর নিবাসের ভিত্তি স্থাপনের সময় নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব মহসীনুল হাবিব বলেন, “দেশের জন্যই প্রাণ দিয়েছে তানভীর। এই বীর শহীদ পরিবারের সাথে থাকব আমরা।”

আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আলমও একই প্রতিশ্রুতি দেন।

ঘরের ভিত স্থাপনের আগে তানভীরের কবর জেয়ারত করেন তারা। কলেজের পক্ষ থেকে তার কবরে ফুলও দেওয়া হয়।

ঘর পেয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তানভীরের বাবা বাদশাহ মিয়া।

তিনি আরও বলেন, বড় ছেলে তানভীরকে নিয়ে পরিবারের ছিল বড় আশা। সেই আশা পূরণ না হওয়ায় দ্বিতীয় ছেলে ইশতাকুল ইসলাম তাসিবকে যেন একটি সরকারি চাকরি দেওয়া হয়, সেটাই চান তিনি।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে মহেশখালী-বদরখালী সংযোগ সেতুর নাম ‘শহীদ তানভীর সেতু’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহেশখালীর সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত