Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মৃত হাতিটি পড়েছিল গহীন পাহাড়ে

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে মৃত হাতিটি পাওয়া যায়।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে মৃত হাতিটি পাওয়া যায়।
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে একটি হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

হাতিটির বয়স ৭০ বছরে মতো হবে বলে ধারণা বন কর্মকর্তাদের। তারা বলছেন, বয়সের কারণেই মারা গেছে পুরুষ হাতিটি।

শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে মৃত হাতিটি পাওয়া যায়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম জানিয়েছেন, বনবিভাগের কর্মীরা বাগান পরিদর্শনে গিয়ে হাতির মৃতদেহ দেখতে পায়।

তিনি বলেন, “যে হাতিটির মৃতদেহ পাওয়া গেছে, তা পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়স্ক। প্রাথমিক ধারণা মতে, বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।”

দেহ থেকে নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানান বন কর্মকর্তা সরওয়ার।

তিনি বলেন, হাতির মৃতদেহ পাওয়ার ঘটনায় টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হবে।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হাতির বিচরণ থাকলেও আবাসস্থল ধ্বংস, বনভূমি ধ্বংস ও চোরাই শিকারের ফলে এই প্রাণীর সংখ্যা দিন দিন কমে আসছে।

আইইউসিএন বাংলাদেশের ২০১৬ সালের এক জরিপে দেশে বন্য হাতির সংখ্যা ২৬৮টি পাওয়া যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত