Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলে

টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে নাফ নদী। ছবি : সকাল সন্ধ্যা
টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে নাফ নদী। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি এক জেলে।

তার নাম মো. হোসেন আলী (৫০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয়রা বলছে, ওপার থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা এই গুলি ছুড়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা নাফ নদীর মোহনায় হোসেন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

আহতের স্বজনদের বরাতে তিনি বলেন, “আরাকান আর্মির সদস্যরা হোসেন আলী নামের জেলেকে লক্ষ্য করে গুলি করলে তিনি ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন।”

স্থানীয়রা প্রথমে পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়েছিল হোসেনকে। সেখান থেকে নেওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। রাতে তাকে চট্টগ্রামে নেওয়া হয় বলে স্বজনরা জানায়।

মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, তাতে বাংলাদেশ লাগোয়া রাখাইন প্রদেশে ক্রমেই শক্তি হারাচ্ছে সরকারি বাহিনী। সেখানে আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসার ‘শীর্ষ সন্ত্রাসী’ আব্দুল্লাহকে (৩২) গ্রেপ্তার করেছে এপিবিএন।

বৃহস্পতিবার ভোরে উখিয়ার বর্ধিত ২০ নম্বর ক্যাম্প ও তার পাশের লাল পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল।

আব্দুল্লাহ (৩২), উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের ডি/৫১ ব্লকের মোদাচ্ছেরের ছেলে।

দুপুরে ১৪ এপিবিএনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুয়েল বলেন, “তথ্যপ্রযুক্তি সহায়তা আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। তার প্রেক্ষিতে ক্যাম্পের একটি ঘর থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।”

তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানান এপিবিএন কর্মকর্তা।

তিনি বলেন, “আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদে করলে আরও অস্ত্র ও গুলি রয়েছে বলে তথ্য দেয়। পরবর্তী লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢালুস্থান থেকে দেশে তৈরি বড় ওয়ান শুটার গান ১টি, মাঝারি সাইঝের ওয়ান শুটার গান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, পিস্তলের গুলির ৩টি খোসা উদ্ধার করা হয়।”

আব্দুল্লাহ বিরুদ্ধে ৮টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে জানিয়ে জুয়েল রানা বলেন, “সম্প্রতি ক্যাম্পে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছে, যা আব্দুল্লাহ স্বীকার করেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত