Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে সাগরে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সাগর সৈকত। ফাইল ছবি
কক্সবাজার সাগর সৈকত। ফাইল ছবি
[publishpress_authors_box]

কক্সবাজারে গোসলে নেমে সাগরে ভসে গেছেন এক পর্যটক।

নিখোঁজ মো. রাহাদ (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

সোমবার দুপুরে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় তিনি গোসলে নেমেছিলেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ।

তিনি বলেন, সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদও কক্সবাজার বেড়াতে এসেছিলেন। তারা হোটেলে উঠার পর সৈকতে ঘুরতে বের হন। এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে সাগরে গোসলে নামেন রাহাদ।

স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকলে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও রাহাদ ভেসে যান।

এসপি মোরশেদ বলেন, “পরে খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পায়নি।”

এরপর সাগরের বিভিন্ন পয়েন্টে রাহাদের খোঁজে তৎপরতা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত