Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

‘সমন্বয়কদের’ বাধায় তেঁতুলিয়ায় সিপিবির পথসভা পণ্ড

সিপিবির পথসভা চলাকালে তেঁতুলিয়ায় কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন ও ব্যানার। ছবি : সংগৃহীত
সিপিবির পথসভা চলাকালে তেঁতুলিয়ায় কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন ও ব্যানার। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয় দেওয়া একদল ছাত্রের বাধায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পণ্ড হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পথসভা।

বুধবার দুপুরে তেঁতুলিয়ার তেঁতুলতলায় যখন এ ঘটনা ঘটে তখন পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এসময় রুহিন হোসেন প্রিন্সের মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয় ব্যানারও। এতে পথসভাটি পণ্ড হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সিপিবির নেতা-কর্মী এবং স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সিপিবির ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করা হচ্ছিল। কর্মসূচিতে যখন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিচ্ছিলেন তখন কয়েকজন যুবক সেখানে গিয়ে নেতাদের সঙ্গে তর্ক জুড়ে দেন। তারা সিপিবিকে ‘আওয়ামী লীগের দোসর’অ্যাখ্যা দিয়ে ব্যানার ও মাইক্রোফোন কেড়ে নেন।

পরে সেখানে উপস্থিত সিপিবির নেতা-কর্মীরা বিষয়টি পুলিশকে জানান এবং সেখান থেকে চলে যান।

হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুহিন হোসেন প্রিন্স সকাল সন্ধ্যাকে বলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে আমরা পথসভা করছিলাম। আমি বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমাদের নেতা-কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। তারা আমার হাত থেকে মাইক্রোফোন ও নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে পরিচয় দেয়। এতে আমাদের পথসভাটি পণ্ড হয়ে যায়।”

বিয়ষটি তেঁতুলিয়া থানা-পুলিশকে জানিয়েছেন বলেও জানান তিনি।

গত ১ নভেম্বর থেকে সিপিবির ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত