Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বড় বাজেটের ক্রিশ ৪, কেন পেছাচ্ছে বারবার

Hrithik-Roshan-2
[publishpress_authors_box]

হৃতিক রোশন এবং রাকেশ রোশনের ফ্র্যাঞ্চাইজি ক্রিশ ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। তবে, এই সুপারহিরো সাগার চতুর্থ সিক্যুয়ালটির শুটিং বিভিন্ন কারণে বারবার পিছিয়ে যাচ্ছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, ক্রিশ ৪ আরও একবার স্থগিত হতে চলেছে এবং এবার এর কারণ বাজেট সীমাবদ্ধতা।

নির্ভরযোগ্য ওই সূত্রের বরাত দিয়ে পোর্টালটি জানায়, ক্রিশ ৪-এর জন্য প্রায় ৭০০ কোটি রুপির বাজেট প্রয়োজন। কোনও স্টুডিও এত বিশাল পরিমাণ অর্থ খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। হৃতিক তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে স্টুডিও খোঁজার দায়িত্ব দিয়েছিলেন, যিনি ছবিটিও প্রযোজনা করছিলেন।

ভারতের প্রধান স্টুডিওগুলি ৭০০ কোটি রুপির বাজেট নিয়ে দ্বিধায় ছিল। স্টুডিওগুলি এই বাজেট ক্রিশ এর পেছনে খরচ করে বিনিয়োগ তুলে নিয়ে আসায় আত্মবিশ্বাসী ছিল, বিশেষ করে মার্ভেল সিরিজগুলোর পরে। কারণ ক্রিশ ৪ প্রায় এর শেষ সিক্যুয়েলটি প্রায় এক দশকেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছে।

সূত্র জানিয়েছে, সিদ্ধার্থ আনন্দ এবং তার প্রযোজনা সংস্থা মারফ্লিক্স আর এই সিনেমার সঙ্গে যুক্ত থাকবে না। হৃতিক এবং রাকেশ রোশন ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টুডিওর সাথে কথা বলে একটি ভালো চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ক্রিশ ৪ ফিল্মক্রাফট এবং অন্য একটি বড় স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হবে।

পরিচালক করণ মালহোত্রাও এই প্রজেক্ট থেকে সরে গেছেন, কারণ তাকে সিদ্ধার্থ আনন্দ নিযুক্ত করেছিলেন। নতুন একটি দল এই সিনেমার বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে। মনে করা হচ্ছে, হৃতিকের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’ যদি সফল হয়, তাহলে ‘ক্রিশ ৪’- এর জন্য ভালো কিছু আশা করা যেতে পারে।

আগে ধারণা করা হয়েছিল যে ২০২৫ সালের শেষের দিকে ক্রিশ ৪- এর কাজ শুরু হবে, কিন্তু এখন মনে হচ্ছে এটি ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে যাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত