ইউরোয় গোল পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তারপরও ভক্তদের বিশ্বাস ছিল প্রিয় তারকাটির উপর। লিসবনে ‘৯০০ রোনালদো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন তারা।
ভক্তদের চোওয়া মেটাতে বেশি সময় নেননি ৮৯৯ গোল নিয়ে খেলতে নামা রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলটা তিনি করলেন ৩৪তম মিনিটে। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালও জয় পায় ২-১ গোলে।
ছয় গজ বক্সে ক্রস করেছিলেন নুনো মেন্দেস। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে দারুণ ভলিতে বল জালে জড়িয়ে আবেগি হয়ে পড়েন ৩৯ বছরের রোনালদো। মাঠের এক কোণে গিয়ে বসে পড়েছিলেন মুখ ঢেকে। সতীর্থরা জানান অভিনন্দন। গ্যালারি থেরক দর্শকরাও করতালি জানিয়ে অভিনন্দন জানান তাকে।
যেভাবে ৯০০ গোল
দল গোল
পর্তুগাল ১৩১
স্পোর্তিং ৫
ম্যানইউ ১৪৫
রিয়াল ৪৫০
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
৯০০ গোলের মধ্যে জাতীয় দলের হয়ে ১৩১ (এটা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ), রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১,আল নাসরের পক্ষে ৬৮ আর স্পোর্তিংয়ের হয়ে করেন ৫ গোল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সপ্তম মিনিটে দিয়েগো দালোতের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৪১ মিনিটে দিয়েগো দালোতের আত্মঘাতি গোলে ব্যবধান দাঁড়ায় ২-১। শেষ পর্যন্ত লুকা মদ্রিচদের বিপক্ষে ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
উয়েফা নেশনস লিগের অপর ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে সুইজারল্যান্ডকে, রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড ৩-২ গোলে হারায় স্কটল্যান্ডকে। ইউরোজয়ী স্পেন গোলশূন্য ড্র করে সার্বিয়ার বিপক্ষে।