সৌদি সুপার কাপের শিরোপাটা এত কাছে তবু এত দূরের হয়ে রইল ক্রিস্তিয়ানো রোনালদোর। আল হিলালের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে ট্রফিতে হাত বুলিয়েছিলেন তিনি। গোল করে এগিয়েও দিয়েছিলেন আল নাসরকে। কিন্তু ১৭ মিনিটের ঝড়ে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে রোনালদোর দল।
তাতে টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপ জিতল আল হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি জিততে পারেনি আর কোন দল।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে রোনালদোর গোলে আল নাসর এগিয়ে গিয়েছিল ৪৪তম মিনিটে। বাইলাইন থেকে আবদুলরহমান ঘারিবের কাট ব্যাক পেয়ে কাছ থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোল এখন ৮৯৭টি।
এরপর ৫৫ থেকে ৭১- এই ১৭ মিনিটে চার গোল আদায় করে রোনালদোর স্বপ্ন ভাঙে আল হিলাল। জোড়া গোল করেন আলেক্সান্দার মিত্রোভিচ। একটি করে গোল সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও ব্রাজিলিয়ান ম্যালকমের।
৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফিরেছিলেন তারই স্বদেশি সাভিচ। এরপর জোড়া গোল মিত্রোভিচের। আর ৭২ মিনিটে আল হিলালের হয়ে শেষ গোলটা ম্যালকমের। তাতে ৭০তম অফিসিয়াল শিরোপা নিশ্চিত হয়ে যায় আর হিলালের। গত বছর আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে সুপার কাপ জিতেছিল তারা।