গত ইউরোটা যাচ্ছেতাই কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। পুরো টুর্নামেন্টে গোল করতে পারেননি একটিও। দলও যেতে পারেনি বেশি দূর। গোলহীন ইউরো অভিযান শেষে ক্লাবের জার্সিতে সেই চেনা রোনালদো।
পর্তুগালের এই কিংবদন্তির অসাধারণ পারফর্ম্যান্সে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। ফাইনালে আগামী শনিবার আল হিলালের মুখোমুখি হবে তারা।
অষ্টম মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় আল নাসর। বাম দিক থেকে সাদিও মানের পাসে বক্সে পা ছুঁয়ে যায় রোনালদোর। তাতে কাছে থাকা ইয়াহিয়ার সমস্যা হয়নি বল জালে জড়াতে।
রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন ৫৭ মিনিটে।। সতীর্থের কাটব্যাকে বক্সে ডান পায়ের শটে জালে জড়ান তিনি।
ক্লাব ফুটবলে এ নিয়ে টানা ২৩ মৌসুমে গোলের রেকর্ড গড়লেন রোনালদো। তার ক্যারিয়ার গোল এখন ৮৯৬টি। ৯০০-র মাইলফলকে পৌঁছতে খুব বেশিদিন সময় নিবেন না হয়তো।