Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

রোনালদোর হ্যাটট্রিক, মেসিহীন মায়ামির ড্র

৬৪তম হ্যাটট্রিকের পর রোনালদো। বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক ৩৪টি! ছবি : এক্স
৬৪তম হ্যাটট্রিকের পর রোনালদো। বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক ৩৪টি! ছবি : এক্স
[publishpress_authors_box]

বয়স ৩৯ ছাড়িয়ে গেছে। এর ছাপ নেই ক্রিস্তিয়ানো রোনালদোর খেলায়। সৌদি প্রো লিগে শনিবার করলেন আরও একটি হ্যাটট্রিক। তাতে ১০ জনে পরিণত হওয়া আল তাইয়ের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানের জয় পেল আল নাসর।

বয়স ৩০ হওয়ার আগে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ৩০টি। ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক ৩৪টি! একেই বলে বুড়ো হাড়ের ভেল্কি।

৬৪ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর লক্ষ্যভেদ করেন ডান পায়ের শটে। ৬৭ মিনিটে সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর ফিরতি বলে করেন দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক করেন ৮৭ মিনিটে।

ওদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে জিততে পারেনি মেসিহীন ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে লুই সুয়ারেসের গোলে এগিয়ে গেলেও ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়ে তারা।

সুয়ারেসের গোলও জেতাতে পারেনি মায়ামিকে। ছবি : এক্স

মেসিকে ছাড়া মেজর লিগ সকারে ৪ ম্যাচের দুটি হেরেছে মায়ামি, জয় একটিতে আর ড্র একটিতে।

১৫ মিনিটে জুলিয়ান গ্রেসেলের ফ্রি-কিকে দুর্দান্ত হেডে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন সুয়ারেস। ৩৪ মিনিটে নিউইয়র্ক সিটির কোস্টরিকান ফরোয়ার্ড আলোনসো মার্তিনেস ফেরান সমতা। এরপর আর গোলের দেখা পায়নি কোনও দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত