Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

যুদ্ধের মাঝেই ট্রাম্পকে ‘শান্তির বার্তা’ রোনালদোর

ট্রাম্পকে জার্সি উপহার রোনালদোর। সেখানে আছে শান্তির বার্তা। ছবি : এক্স,
ট্রাম্পকে জার্সি উপহার রোনালদোর। সেখানে আছে শান্তির বার্তা। ছবি : এক্স,
[publishpress_authors_box]

ইসরায়েল-ইরানের যুদ্ধের মাঝে কানাডায় শুরু হয়েছে জি৭ সম্মেলন। সেখানেই দারুণ এক উপহার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা পাঠিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো।

জি৭ সম্মেলনে রোনালদোর স্বাক্ষর করা পর্তুগালের একটি জার্সি ট্রাম্পকে উপহার দেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে বিশেষ বার্তা পাঠিয়েছেন রোনালদো। জার্সিতে লেখা আছে, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি, শান্তির জন্য খেলছি।’’ সেই লেখার নিচেই রয়েছে রোনালদোর স্বাক্ষর।

পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট কোস্তাও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘‘আমরা একই দলে লড়ছি।’’

মাঠের বাইরে এমন মানবিক অনেক কার্যক্রমেই জড়িত রোনালদো। হাজারো হাসপাতালে দান করেন তিনি। পাশে দাঁড়ান অসহায়দের। এবার অন্যভাবে চেষ্টা করলেন যুদ্ধ বন্ধের। রোনালদোর ভালোই জানা, ভারত-পাকিস্তান যুদ্ধ যেমন থামিয়েছেন ট্রাম্প তেমনি তিনি বড় ভূমিকা রাখতে পারেন ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতেও।

এদিকে রোনালদোর আল নাসর ছাড়া আর নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন। ক্লাব বিশ্বকাপে খেলতে রোনালদো অল্প সময়ের জন্য আল হিলালে নাম লেখাতে পারেন বলেও ছড়িয়েছিল গুজব।

সেটা অস্বীকার করেছেন আল হিলালের সিইও এস্তেভ কালজাদে, ‘‘রোনালদোকে শ্রদ্ধা করি আমরা। সে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলে। অল্প সময়ের জন্য তাকেই আনাটা হবে সম্পূর্ণরূপে স্বজ্ঞাততার বিপরীত।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত