Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

‘বন্ধু’ পেপের বিদায়ে রোনালদোর ভালোবাসা

রোনালদো-পেপে-৬
[publishpress_authors_box]

ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন পেপে। পর্তুগিজ এই ডিফেন্ডার ৪১ বছর বয়সে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। তার ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় সতীর্থ হিসেবে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেপের বিদায়বেলায় ভালোবাসার বার্তা পাঠিয়েছেন এই উইঙ্গার।

পর্তুগাল জাতীয় দলের পাশাপাশি একসময় রিয়াল মাদ্রিদেও সতীর্থ ছিলেন রোনালদো-পেপে। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রোনালদো। ৪১ বছর বয়সেও রক্ষণে দেয়াল হয়েছিলেন এই ডিফেন্ডার।

পর্তুগালের জার্সিতে ১৪১ ম্যাচ খেলে অবসরে গেলেন পেপে। অন্যদিকে পোর্তো, রিয়াল মাদ্রিদ ও বেসিকতাস মিলিয়ে ভিন্ন চারটি ক্লাবের হয়ে ৭৪২ ম্যাচ খেলেছেন তিনি।

পেপে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন রোনালদো। পেপেকে তিনি বন্ধু ও ভাই হিসেবে উল্লেখ করেছেন।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, “আমার কাছে তুমি কী, সেটা বোঝানোর মতো শব্দ আমার কাছে নেই বন্ধু। মাঠে আমরা সবকিছু জিতেছি, কিন্তু সেখানে সবচেয়ে বড় অর্জন হলো আমাদের বন্ধুত্ব। তোমার প্রতি আমার আছে শ্রদ্ধা ও ভালোবাসা। তুমি আমার একপ্রকারের ভাই। সবকিছুর জন্য ধন্যবাদ।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত