Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

পেনাল্টি ছাড়া গোলে মেসিকে ছাড়িয়ে রোনালদো

55
[publishpress_authors_box]

ক্রিস্তিয়ানো রোনালদোকে অনেকে ‘ট্রল’ করে ডাকেন ‘পেনালদো’! কারণ পেনাল্টিতে ১৫০’র বেশি গোল করেছেন পর্তুগীজ যুবরাজ।

কাল (শনিবার) সৌদি প্রো লিগে রোনালদো ঝলকে ২-১ গোলে আল নাসর হারিয়েছে আল ফাতেহকে। ১৭তম মিনিটে দারুণ এক গোলে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। দলের অপর গোলটি ওতাভাইয়োর।

শনিবারের গোলে একটা কীর্তিতে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ক্যারিয়ার জুড়ে পেনাল্টি ছাড়া মেসির গোল ৭১৩টি। রোনালদোর পেনাল্টিহীন গোল ৭১৪টি। ১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেললেন রোনালদো।

তবে পুরো ক্যারিয়ারের হিসেবে পেনাল্টিতে রোনালদোর গোলই বেশি। পেনাল্টি থেকে রোনালদো গোল করেছেন ১৬১টি আর মেসি ১০৮টি।

আল ফাতেহ দলে ছিলেন কাশেম লাজমাই। তাকে কয়েকবারই ফাঁকি দিয়েছেন রোনলদো। কাশেমের জমজ ভাই আলী মোহাম্মদ লাজমাই খেলেন আবার রোনালদোর আল নাসরে। দুই ভাইয়ের ভীষণ পছন্দের খেলোয়াড় রোনালদো। ম্যাচ শেষে জমজ দুই ভাইয়ের সঙ্গে ক্যামেরাবন্দীও হন রোনালদো।

দুই ক্লাবে খেলা লাজমাই জমজ ভাইদের সঙ্গে ম্যাচ শেষে রোনালদো। ছবি : এক্স

সৌদি প্রো লিগে শনিবারের জয়ে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ব্যবধান কমিয়েছে আল নাসর। ২০ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪৯। আর ১৯ ম্যাচে আল হিলালের ৫৩।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত